ট্রেন্ডিংয়ে ‘অল আইজ অন রাফাহ’
সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ইনস্টাগ্রামে চোখ রাখলেই এই মুহূর্তে দেখা মিলবে বিশেষ একটি বাক্য লেখা ছবির। অল্প সময়ের মধ্যেই ‘অল আইজ অন রাফাহ’ (সবার নজর রাফাহ’র দিকে) লেখা ছবিটি কার্যত উঠে এসেছে ট্রেন্ডিংয়ে। মূলত গোটা বিশ্বের নানা প্রান্তের মানুষ যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের রাফায় আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের সমর্থনে যে পোস্ট করছে, সেখানেই উল্লেখ করা হচ্ছে ‘অল আইজ অন রাফাহ’।
আর সময় যত গড়াচ্ছে, ততই যেন আরও বেশি ছড়িয়ে পড়ছে পোস্টটি। এই তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
খবরে প্রকাশ, এরইমধ্যে গাজায় ইসরাইলের চলমান সহিংসতার দিকে বিশ্বের নজর ফেরানোর আহ্বান জানানো ছবিটি ২৪ ঘণ্টারও কম সময়ে ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে প্রায় চার কোটি বার। তবে ‘অল আইজ অন রাফাহ’ ছবিটি যখন দ্রুত ছড়িয়ে পড়ছে, ঠিক তখন রাফাহ থেকে পোস্ট করা ফিলিস্তিনি সাংবাদিকদের অনেক ভিডিও সীমিত করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ইসরাইলি হামলার গ্রাফিক্যাল ছবিকেও ‘ভায়োলেন্স’ কিংবা ‘সংবেদনশীল’ দেখিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেয়া হয়েছে।
সামাজিক মাধ্যম-বিষয়ক পরামর্শদাতা এবং বিশ্লেষক ম্যাট নাভারা’র মতে, ‘অল আইজ অন রাফাহ’ লেখা ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা ভাইরাল ‘অ্যাক্টিভিস্ট আইকনোগ্রাফির’ প্রথম ছবিগুলোর মধ্যে একটি বলেও ধারণা করা হচ্ছে।
‘মিসইনফরমেশন’ নিয়ে পড়াশোনা করা কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্যবিষয়ক সহযোগী অধ্যাপক মার্ক ওয়েন জোন্স বলেছেন, যে অ্যাকাউন্টটি থেকে প্রাথমিকভাবে ইনস্টাগ্রামে ‘অল আইজ অন রাফাহ’ ছবিটি পোস্ট করা হয়েছিল, তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে যে-ই তৈরি করুক আর যেভাবেই তৈরি হোক; বিশ্বের বিভিন্ন প্রান্তে যে দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠছে, ‘অল আইজ অন রাফাহ’ পোস্টটি তার অন্যতম বড় উদাহরণ।







